গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক মো. নাঈম মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রেমিক নাঈমসহ আরও দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. নাঈম মৃধা (২৫) উপজেলার তেলিহাটি গ্রামের মো. খোকন মৃধার ছেলে। সে উপজেলার ফরিদপুর এলাকায় একটি স্টেশনারি দোকান চালায়। তার সঙ্গে ভিডিও ধারণে অভিযুক্ত দুই সহযোগী হলো, একই গ্রামের মজিবর মৃধার ছেলে মো. সজীব মৃধা এবং মৃত কাদির মৃধার ছেলে নজরুল ইসলাম মৃধা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিদ্যালয়ে যাওয়ার পথে অনেক সময় অভিযুক্ত নাঈমের দোকান থেকে খাতা-কলম কিনতে যেত। এভাবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত মো. নাঈম মৃধা বিভিন্ন সময়ে বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে দেখা-সাক্ষাৎ করত। একপর্যায়ে ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত নাঈম গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি রিসোর্টে যায়। এরপর সেখানে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে এবং সেটির ভিডিও ধারণ করে রাখে।
এরপর থেকে ভুক্তভোগী নাঈম মৃধার সঙ্গে যোগাযোগ রাখতে না চাইলে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নাঈম।
ভুক্তভোগী জানান, `ভিডিও ধারণের খবরটি জানার পরপরই অভিযুক্ত নাঈমকে ভিডিও ডিলিট করে দেওয়ার চাপ দিই। একপর্যায়ে সে ভিডিওটি ডিলিট করে দেওয়ার কথা জানায়। হঠাৎ করে গত দুই দিন আগে ফোন দিয়ে নাঈম তার সঙ্গে দেখা করতে বলে। দেখা না করলে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে পারি।'
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. নাঈম মৃধার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর বাবা বলেন, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাঈম। আর এই সম্পর্কের ভিডিও ধারণ করে রাখে অভিযুক্ত নাঈম মৃধা। গত সোমবার সন্ধ্যার দিকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা জানতে পারি। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। পরদিন মঙ্গলবার নাঈমের এক আত্মীয়ের কাছে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ছাড়া আইনের আশ্রয় নিলে ভুক্তভোগীকে অপহরণসহ খুন-জখমের হুমকি দেয়।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, `ভুক্তভোগীর বাবার অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক মো. নাঈম মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রেমিক নাঈমসহ আরও দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. নাঈম মৃধা (২৫) উপজেলার তেলিহাটি গ্রামের মো. খোকন মৃধার ছেলে। সে উপজেলার ফরিদপুর এলাকায় একটি স্টেশনারি দোকান চালায়। তার সঙ্গে ভিডিও ধারণে অভিযুক্ত দুই সহযোগী হলো, একই গ্রামের মজিবর মৃধার ছেলে মো. সজীব মৃধা এবং মৃত কাদির মৃধার ছেলে নজরুল ইসলাম মৃধা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিদ্যালয়ে যাওয়ার পথে অনেক সময় অভিযুক্ত নাঈমের দোকান থেকে খাতা-কলম কিনতে যেত। এভাবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত মো. নাঈম মৃধা বিভিন্ন সময়ে বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে দেখা-সাক্ষাৎ করত। একপর্যায়ে ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত নাঈম গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি রিসোর্টে যায়। এরপর সেখানে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে এবং সেটির ভিডিও ধারণ করে রাখে।
এরপর থেকে ভুক্তভোগী নাঈম মৃধার সঙ্গে যোগাযোগ রাখতে না চাইলে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নাঈম।
ভুক্তভোগী জানান, `ভিডিও ধারণের খবরটি জানার পরপরই অভিযুক্ত নাঈমকে ভিডিও ডিলিট করে দেওয়ার চাপ দিই। একপর্যায়ে সে ভিডিওটি ডিলিট করে দেওয়ার কথা জানায়। হঠাৎ করে গত দুই দিন আগে ফোন দিয়ে নাঈম তার সঙ্গে দেখা করতে বলে। দেখা না করলে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে পারি।'
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. নাঈম মৃধার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর বাবা বলেন, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাঈম। আর এই সম্পর্কের ভিডিও ধারণ করে রাখে অভিযুক্ত নাঈম মৃধা। গত সোমবার সন্ধ্যার দিকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা জানতে পারি। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। পরদিন মঙ্গলবার নাঈমের এক আত্মীয়ের কাছে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ছাড়া আইনের আশ্রয় নিলে ভুক্তভোগীকে অপহরণসহ খুন-জখমের হুমকি দেয়।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, `ভুক্তভোগীর বাবার অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৬ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
১২ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে