শান্ত প্রাণী জিরাফ
জিরাফের মূল বাসস্থান আফ্রিকায়। তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী সে। দেখতে বিশাল, কিন্তু শান্ত স্বভাবের নিরীহ প্রাণী। চিড়িয়াখানা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জিরাফ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঢুকলেই বনের মধ্যে লতাপাতা খেতে দেখা যায় বিশাল আকৃতির এই প্রাণীটিকে। জিরাফের মূল বাসস্থান আফ্রি