Ajker Patrika

কলেজ অনুষ্ঠানে নাচের ভিডিও নিয়ে সমালোচনা

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪৩
কলেজ অনুষ্ঠানে নাচের ভিডিও নিয়ে সমালোচনা

গাজীপুরের শ্রীপুরের বরমী বিশ্ববিদ্যালয় কলেজের ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের র‍্যাগ ডে বা বিদায় অনুষ্ঠানে করা আপত্তিকর নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই উপজেলায় বইছে নিন্দার ঝড়।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বরমী বিশ্ববিদ্যালয় কলেজের বিদায়ী শিক্ষার্থীরা র‍্যাগ ডের আয়োজন করে। এই অনুষ্ঠানের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর নিন্দা জানান।

এম জাকির হোসাইন শ্রাবণ নামে একজন নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘এই রীতি একবার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হলে, সামনে কলেজের ভবিষ্যৎ অনিশ্চিত।’

আহসান হাবিব নামের একজন লিখেছেন, ‘এ রকম বিদায় অনুষ্ঠান বরমীবাসী প্রত্যাশা করে না। কমিটির সভাপতি ও শিক্ষকদের কাছে এমনটা কাম্য নয়।’

বরমী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান খান বলেন, ‘কলেজ ক্যাম্পাসে এ ধরনের ডিজে পার্টি কোনো সভ্য সমাজ মেনে নেবে না। আমরাও এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিইনি। অনুষ্ঠান শেষে সব অতিথি ও শিক্ষকেরা চলে গেলে ছবি তোলার নাম করে এই ধরনের নেচেছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে সতর্কতার সঙ্গে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

বরমী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। কলেজের অধ্যক্ষ এ বিষয়ে ভালো বলতে পারবেন। বিষয়টি এ রকম হলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত