গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় রাস্তার ওপর অবৈধ ট্রাক টার্মিনাল গড়ে তোলা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজট তৈরির পাশাপাশি প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আজ সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে এবং উড়াল সেতুর উত্তর পাশ থেকে মহাসড়কের দুই পাশেই রাস্তার ওপরে শতাধিক ট্রাক, কন্টেইনার ও পিকআপ রাখা হয়েছে। পরিবহনগুলো এমনভাবে রাস্তার ওপর রাখা হয়েছে, যার ফলে মাঝখান দিয়ে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছে না।
এ ছাড়া গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত রাস্তার দুপাশে সড়কের ওপর এমনভাবে ট্রাক ও পিকআপস্ট্যান্ড বানানো হয়েছে যে, সড়ক দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তা ছাড়া মহাসড়কের একটি লেন দখল করে প্রতিটি কারখানার সামনে বড় বড় কন্টেইনার রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, পুলিশ প্রশাসনের নাকের ডগায় রাস্তা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল বানানো হলেও চালকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভোর থেকে রাত পর্যন্ত রাস্তার দুপাশে ব্যস্ততম সড়কের ওপর এমনভাবে ট্রাক, কন্টেইনার ও পিকআপ দাঁড় করিয়ে রাখা হয় যে, ভ্যান, রিকশা এমনকি মোটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারে না। শিগগিরই এগুলো না সরানো হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘যানজট নিরসনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কিন্তু ইদানীং দেখছি মহাসড়কের দুপাশে কিছু অস্থায়ী পণ্যবাহী পরিবহন দাঁড়িয়ে থাকে। এদের বহুবার নিষেধ করার পরেও কথা শুনছে না। এ ব্যাপারে আমি আবারও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলব এবং অতি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় রাস্তার ওপর অবৈধ ট্রাক টার্মিনাল গড়ে তোলা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজট তৈরির পাশাপাশি প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আজ সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে এবং উড়াল সেতুর উত্তর পাশ থেকে মহাসড়কের দুই পাশেই রাস্তার ওপরে শতাধিক ট্রাক, কন্টেইনার ও পিকআপ রাখা হয়েছে। পরিবহনগুলো এমনভাবে রাস্তার ওপর রাখা হয়েছে, যার ফলে মাঝখান দিয়ে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছে না।
এ ছাড়া গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত রাস্তার দুপাশে সড়কের ওপর এমনভাবে ট্রাক ও পিকআপস্ট্যান্ড বানানো হয়েছে যে, সড়ক দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তা ছাড়া মহাসড়কের একটি লেন দখল করে প্রতিটি কারখানার সামনে বড় বড় কন্টেইনার রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, পুলিশ প্রশাসনের নাকের ডগায় রাস্তা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল বানানো হলেও চালকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভোর থেকে রাত পর্যন্ত রাস্তার দুপাশে ব্যস্ততম সড়কের ওপর এমনভাবে ট্রাক, কন্টেইনার ও পিকআপ দাঁড় করিয়ে রাখা হয় যে, ভ্যান, রিকশা এমনকি মোটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারে না। শিগগিরই এগুলো না সরানো হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘যানজট নিরসনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কিন্তু ইদানীং দেখছি মহাসড়কের দুপাশে কিছু অস্থায়ী পণ্যবাহী পরিবহন দাঁড়িয়ে থাকে। এদের বহুবার নিষেধ করার পরেও কথা শুনছে না। এ ব্যাপারে আমি আবারও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলব এবং অতি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে চায়ের কেটলি ও ওয়াশরুমের ফিটিংস চুরি এবং মাদক সেবনের দায়ে হৃদয় (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড (জেল) দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
৩ ঘণ্টা আগেরেললাইনে নেই পাথর। অর্ধপচা কাঠের স্লিপার দেবে রয়েছে মাটির ভেতরে। কোথাও কোথাও লাইনের মাঝে ঘাস। দুই লাইনের সংযোগস্থলে চারটির স্থলে দুটি করে নাট-বল্টু। এমন ঝুঁকিপূর্ণ রেলপথে কচ্ছপগতিতে চালাতে হয় ট্রেন। কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর স্টেশন থেকে চিলমারীর রমনা পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথের এমন দৃশ্য।
৩ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা ২০৫ বিঘা জমিতে চলছে ব্যাপক লুটপাট। সহস্রাধিক গাছ কেটে নেওয়ার পাশাপাশি নামমাত্র মূল্যে ইজারা দেখিয়ে প্রায় ৪ হাজার গাছের আম লোপাট করে একটি চক্র। ইজারা ছাড়াই সাতটি পুকুরে চাষ করা হয় মাছ। শাকসবজি চাষের জন্যও ভাড়া দেওয়া
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেই চলেছেন। গতকাল রোববার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কুশল ও মতবিনিময় এবং পৃথক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্রদল
৪ ঘণ্টা আগে