Ajker Patrika

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ৩২
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর মহানগরী ও জেলার শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর চালক আহত হয়েছেন। গতকাল শনিবার এ দুই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মমতাজুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে গাজীপুর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজুল নেত্রকোনার পূর্বধলার থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা এলাকার টেকনো ফাইবার লিমিটেডের মার্চেন্ডাইজার হয়েছে কর্মরত ছিলেন তিনি।

গাজীপুরের গাছা থানার উপপরিদর্শক ফরিদ আহাদ বলেন, শনিবার সকালে মমতাজুল মোটরসাইকেলে চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মমতাজুল নিহত হন।

শ্রীপুর: শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় চলন্ত বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় জৈনা বাজার এলাকায় ইউ টার্নে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত চালকের নাম মো. আবুল কাশেম পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের জামিরদিয়া গ্রামের পিএ নিট কম্পোজিটর লিমিটেড কারখানার চাকরি করেন।

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাস চালককে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত