পুষ্টিকর ফল ড্রাগন। আদিনিবাস মেক্সিকো হলেও ফলটি এখন বিশ্বের অনেক দেশের মতো চাষ হচ্ছে বাংলাদেশেও। গাজীপুরের শ্রীপুরের মাওনা চকপাড়া এলাকায় ড্রাগন বাগান গড়ে তুলেছেন নুরে আলম নামের এক ব্যক্তি।
নুরে আলম শ্রীপুরের মাওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি এক বিঘা জমিতে আড়াই লক্ষাধিক টাকা ব্যয়ে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ড্রাগন বাগান।
নুরে আলম বলেন, নিজস্ব জায়গায় এক বিঘা জমিতে ড্রাগনের পাশাপাশি পেঁপে চাষ করেন তিনি। তিন বছর আগে ২০০ চারা দিয়েই ড্রাগন বাগানটি করেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেয়ে তিনি এ বাগান করেন।
নুরে আলম আরও বলেন, ইতিমধ্যে তিনি ৬০০ ড্রাগন ফল বিক্রি করেছেন। বর্তমানে বাগানে প্রায় ৪০০ ফল বাজারজাতের উপযোগী হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা বাজারজাত করা যাবে। প্রতি কেজি ড্রাগন ফল ৪০০ টাকা দরে বিক্রি করছেন। দুই থেকে তিনটি ড্রাগনেই এক কেজি হয় বলেও তিনি জানান।
সফল এ ড্রাগনচাষি বলেন, তাঁর বাগানে প্রায় এক হাজার ড্রাগন ফুল ফুটে আছে। যা দ্রুতই ফলে পরিণত হবে। এ ছাড়া তিনি হাজারেরও অধিক ড্রাগনের চারা তৈরি করেছেন। প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে জানান।
ড্রাগন বাগানে পেঁপে চাষ সম্পর্কে নুরে আলম বলেন, তাঁর বাগানে পাঁচ শতাধিক পেঁপে গাছ আছে। ইতিমধ্যে তিনি অর্ধ লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করেছেন। তবে কিছু কিছু পেঁপে গাছ অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, ড্রাগন একটি সুস্বাদু ফল। দিন দিন ড্রাগন চাষে কৃষকের আগ্রহ বেড়েই চলেছে।
পুষ্টিকর ফল ড্রাগন। আদিনিবাস মেক্সিকো হলেও ফলটি এখন বিশ্বের অনেক দেশের মতো চাষ হচ্ছে বাংলাদেশেও। গাজীপুরের শ্রীপুরের মাওনা চকপাড়া এলাকায় ড্রাগন বাগান গড়ে তুলেছেন নুরে আলম নামের এক ব্যক্তি।
নুরে আলম শ্রীপুরের মাওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি এক বিঘা জমিতে আড়াই লক্ষাধিক টাকা ব্যয়ে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ড্রাগন বাগান।
নুরে আলম বলেন, নিজস্ব জায়গায় এক বিঘা জমিতে ড্রাগনের পাশাপাশি পেঁপে চাষ করেন তিনি। তিন বছর আগে ২০০ চারা দিয়েই ড্রাগন বাগানটি করেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেয়ে তিনি এ বাগান করেন।
নুরে আলম আরও বলেন, ইতিমধ্যে তিনি ৬০০ ড্রাগন ফল বিক্রি করেছেন। বর্তমানে বাগানে প্রায় ৪০০ ফল বাজারজাতের উপযোগী হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা বাজারজাত করা যাবে। প্রতি কেজি ড্রাগন ফল ৪০০ টাকা দরে বিক্রি করছেন। দুই থেকে তিনটি ড্রাগনেই এক কেজি হয় বলেও তিনি জানান।
সফল এ ড্রাগনচাষি বলেন, তাঁর বাগানে প্রায় এক হাজার ড্রাগন ফুল ফুটে আছে। যা দ্রুতই ফলে পরিণত হবে। এ ছাড়া তিনি হাজারেরও অধিক ড্রাগনের চারা তৈরি করেছেন। প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে জানান।
ড্রাগন বাগানে পেঁপে চাষ সম্পর্কে নুরে আলম বলেন, তাঁর বাগানে পাঁচ শতাধিক পেঁপে গাছ আছে। ইতিমধ্যে তিনি অর্ধ লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করেছেন। তবে কিছু কিছু পেঁপে গাছ অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, ড্রাগন একটি সুস্বাদু ফল। দিন দিন ড্রাগন চাষে কৃষকের আগ্রহ বেড়েই চলেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫