Ajker Patrika

ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ৫৬
ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে মহরম আলী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের বেকাসহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরম আলী উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, বরমী থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মাওনা যাচ্ছিল। এ সময় মাওনা থেকে বরমীগামী দ্রুত গতির একটি বালুবাহী (ড্রাম্প ট্রাক) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মহরম আলী নিহত হন এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চালক ট্রাকটিকে ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। বালুর ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত