Ajker Patrika

৯৯৯-এ ফোন পেয়ে অপহৃতকে উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ০৯
৯৯৯-এ ফোন পেয়ে অপহৃতকে উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গাড়িচালক মো. জসিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে গত মঙ্গলবার রাতে সাড়ে ১১টায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ। তবে এ সময় অপহরণকারীদের কাউকে পুলিশ ধরতে পারেনি।

অপহৃত মো. জসিম (৩২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জালেশ্বহর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের কাটাপুল সংলগ্ন স্থানীয় বাদল পালের বাড়ির ভাড়া থেকে পিকআপ ভ্যান চালান।

এ ঘটনায় শ্রীপুর থানায় তিনজনের নামে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটাপুল এলাকার রফিজ উদ্দিনে ছেলের মো. পারভেজ (৩০), আলম মিয়া (৪০) একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

অপহৃত জসিমের ভগ্নিপতি মো. শাহীন আলম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত পারভেজ ফোন করে জসিমকে ঢাকায় কাঁচামাল নিতে হবে বলে শ্রীপুর পৌর শহরের রাজাবাড়ীতে ডেকে আনেন। জসিম গাড়ি নিয়ে সেখানে পৌঁছানোর পরপরই অভিযুক্তরা তাঁকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তুলে নেন। পরে তাঁরা জসিমকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়ার গজারি বনে নিয়ে নির্যাতন করেন।

শাহীন আলম বলেন, একপর্যায়ে জসিমের গলায় ছুরি ধরে তাঁর স্বজনদের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরবর্তীতে টাকা নেওয়ার জন্য অপহরণকারীরা মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতাল সংলগ্ন করাতকলের পাশে নির্জন স্থানে জসিমকে নিয়ে অপেক্ষা করেন। এ সময় জসিমের ভাই সুমন ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়।

শাহীন বলেন, পুলিশ মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জসিমকে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, জসিমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত