বাঁশ-বেত শিল্পের দুর্দিন
এক সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা, কালুপাড়া, মোল্লাপাড়া, ঐচারমাঠ, সাহেবেরহাট, ছয়গ্রাম, বাটরা, বাহাদুরপুর, বাকালসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার পরিবারের নারী-পুরুষ বাঁশ-বেত শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। বাঁশ-বেতের তৈরি জিনিসপত্রের কদরও ছিল ভালো। ফলে এ শিল্প থেকে অনেকেই জীবিকা নির্বাহ করতেন। কালের আবর্তে