Ajker Patrika

ডিজেলভর্তি চলন্ত ট্রাকে আগুন

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
ডিজেলভর্তি চলন্ত ট্রাকে আগুন

আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাইপাস এলাকায় ডিজেল ভর্তি চলন্ত একটি ট্রাকের বাম পাশের দুটি টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য বেঁচে যান ট্রাকের চালক সাইদুল হোসেন ও চালকের সহকারী সাইফুল ইসলাম। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় ত্রিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রাক চালক সাইদুল হোসেন জানান, গত বৃহস্পতিবার বরিশাল ট্যাংক-লরি সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক কামাল হোসেনের ১২ হাজার লিটার ডিজেল নিয়ে আগৈলঝাড়া পয়সারহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হোসেনের কাছে যাচ্ছিলেন। রাত ৮টার সময় আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বাইপাস এলাকায় চলন্ত অবস্থায় ট্রাকের পেছনের বাম পাশের দুটি টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ট্রাকের আগুন নেভাতে পানি ছিটিয়ে স্থানীয় লোকজন সহায়তা করে। গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত