Ajker Patrika

স্বাস্থ্যবিধি মেনে শুরু এইচএসসি পরীক্ষা

বরিশাল ও আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
স্বাস্থ্যবিধি মেনে শুরু এইচএসসি পরীক্ষা

সারা দেশের মতো বরিশালে গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুতেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। নগরীর অধিকাংশ কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে গতকাল নগরীর বিভিন্ন কেন্দ্র ঢুকে দেখা গেছে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ কম। নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয়ের সামনে কয়েক শ অভিভাবককে দেখা গেছে জড়ো হতে।

অমৃত লাল দে মহাবিদ্যালয়ে উপস্থিত একাধিক অভিভাবক জানিয়েছেন শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় তাঁরা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন।

এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১২১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ৬৮ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৩৫ হাজার ৫০২ জন ও ছাত্র ৩২ হাজার ৯৩৯ জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান প্রতিটি কেন্দ্রের সচিবকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল থেকে বরিশাল জেলার সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এদিকে বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উপজেলা সদরের ২টি কেন্দ্র সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ও ভেগাই হালদার পাবলিক একাডেমিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শাখায় ৮৩১ জন ও কারিগরি শাখায় ৪৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ও ভেগাই হালদার পাবলিক একাডেমির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, আগৈলঝাড়া উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত