Ajker Patrika

বোমা তৈরির সময় বিস্ফোরণ আহত ৩

আগৈলঝাড়া ও গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
বোমা তৈরির সময় বিস্ফোরণ আহত ৩

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা ফারিহা পার্ক-সংলগ্ন এলাকার পরিত্যক্ত একটি টিনের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে গৌরনদী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার গৌরনদী থানার উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৭ নম্বর আসামি পার্কের পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণ মাদ্রা ফারিয়া পার্কের একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর শুক্রবার রাতে মো. রায়হান ও মো. কাওছারের নেতৃত্বে বোমা তৈরি করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত রাত সাড়ে ১২টার দিকে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বোমা তৈরির কারিগর হারুন হাওলাদারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, পার্কের পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেপ্তার দেখিয়ে গত রোববার বিকেলে বরিশাল আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত