Ajker Patrika

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন

বরিশাল ও আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার আছর নামাজের পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

বরিশালে এ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা।

আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগের সহসভাপতি লিটন আবদুল্লাহ, যুবলীগের নেতা ফয়জুল সেরনিয়াবাত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগের নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত প্রমুখ।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি, মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ মনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত