Ajker Patrika

সড়কে খানাখন্দ, দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
সড়কে খানাখন্দ, দুর্ভোগ

আগৈলঝাড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। উপজেলা এলজিইডি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

জানা গেছে, উপজেলার গৈলা বাজার থেকে গুপ্তেরহাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ব্যবসায়ী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন গৈলা বাজারের ব্যবসায়ী, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন যাতায়াত করছে। রাস্তাটির কিছু কিছু জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ওই রাস্তায় চলাচলকারী অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রায়ই।

ব্যবসায়ী সবুজ ফড়িয়া বলেন, ‘আমাদের দোকানের মালামাল নেওয়ার সময় গর্তে পড়ে ভ্যান উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এতে মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই রাস্তা ছাড়া মালামাল নেওয়ার আর কোনো রাস্তাও নেই। তাই বাধ্য হয়ে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।’

এলাকাবাসী এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুপ্তেরহাট, কুমারভাঙ্গা, রাংতাসহ গৈলা বাজার আসার জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি।

এই রাস্তায় চলাচলকারী বাদল হোসেন, জাকির হোসেন জানান, এ রাস্তাটি নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছিল। এতে তৈরি হয়েছে অসংখ্য ছোট–বড় গর্ত। উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও গৈলা বাজারে আসা লোকজন এ ভাঙা রাস্তা দিয়ে চলাচল করে। চলাচলের উপযোগী করার জন্য অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

ব্যবসায়ী মাসুদ সরদার জানান, রাস্তার অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে।

ইজিবাইক চালক আজিজ ফকির বলেন, ‘রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও অসুস্থ হয়ে পরছে। এত গুরুত্বপূর্ণ রাস্তা কেন সংস্কার করা হচ্ছে না তা আমাদের জানা নেই।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) অহিদুর রহমান বলেন, ‘রাস্তাটি সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ রাস্তাটির সংস্কার কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত