যেখানে ভোট দেন না নারীরা
পর্দার খেলাপ হবে—এমন ভাবনায় ভোট দেন না চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। স্থানীয় থেকে জাতীয়—কোনো পর্যায়ের নির্বাচনেই ভোট দেন না তাঁরা। ৫০ বছর ধরে এই নিয়ম মেনে আসছেন এ এলাকার নারী ভোটররা। বারবার উদ্যোগ নিয়েও তাঁদের কেন্দ্রে নিতে পারেননি প্রার্থী, রাজনৈতিক দল বা প্রশাসনও।