Ajker Patrika

জনগণের বিরুদ্ধে গেলে দল থেকে অপসারণ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ২৪
জনগণের বিরুদ্ধে গেলে দল থেকে অপসারণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগের কাছেও তা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে দলের বা সরকারের যে কেউই জনগণের বিরুদ্ধে গেলে সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে।

গতকাল বুধবার দুপুরে চাঁদপুর মুক্ত দিবস ও মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এর আগে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধারা। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থায়ী কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত