Ajker Patrika

মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে হাজির কুকুর

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)
মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে হাজির কুকুর

ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষত নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হাজির একটি কুকুর। কুঁই কুঁই করে হয়তো চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছিল সেটি। দেখেই দয়া হয় চিকিৎসক নার্সদের। তাঁরাও যথাসাধ্য কুকুরটির চিকিৎসা ব্যবস্থা করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দরজায় আসে একটি আহত কুকুর। যার পেটের অংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা। ক্ষতটি বেশ পুরোনো। দেখে সবার খুব মায়া হয়। হাসপাতালে কর্মরত কুক মো. হানিফ কুকুরটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। 

কুকুরটির দুরবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল রাতেই তাঁর ফেসবুক আইডিতে ‘কোন পশু প্রেমী যদি থাকে এই কুকুরটাকে নিয়ে যান। কাটা পেট নিয়ে এসেছে নিজেই’ শিরোনামে একটি পোস্ট দেন। সেটি দেখে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি থাকা এক রোগীর স্বজন এগিয়ে আসেন। 

সোলাইমান কবির রায়হান নামে ওই যুবক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারিতে স্নাতক করেছেন। আধা ঘণ্টার মধ্যেই হাসপাতালের ওয়ার্ড বয় রাশেদের সহযোগিতায় ওই যুবক কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। দুঃখের বিষয় এতো চেষ্টার পরও ওইদিন শেষ রাতের দিকে কুকুরটি মারা যায়। 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, অবলা প্রাণীটি কষ্ট সহ্য করতে না পেরে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। একজন ভেটেনারি পাস করা যুবক কুকুরটির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত