Ajker Patrika

শহর রক্ষা বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
শহর রক্ষা বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড় স্টেশন-সংলগ্ন টিলাবাড়ি এলাকার কিছু অংশের সিসি ব্লক মেঘনা নদীতে দেবে গেছে। গতকাল রোববার সকালে মুহূর্তেই প্রায় এক শ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায় বলে জানান এলাকাবাসী। ঘটনার খবর শুনে আশপাশের মানুষকে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে। পরে জেলা প্রশাসকসহ পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী শাহ আলম, সোলায়মান ও কাদির হোসেন জানান, গতকাল সকালে হঠাৎ কিছু এলাকার সিসি ব্লক দেবে যায়। তখন লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। মুহূর্তেই প্রায় এক শ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায়। সিসি ব্লক ধসে পড়ায় ফাটল দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা গেছে। ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করেন তাঁরা। ফাটল স্থানের আশপাশে প্রায় হাজারো পরিবারের লোকজন বসবাস করে। এদের অধিকাংশই ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে রেলওয়ের জমিতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, ‘চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ স্থানে কাউকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল থেকেই ঘটনাস্থলে কাজ করছি। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৮০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। শঙ্কা থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি।’

তিনি আরও জানান, চাঁদপুর শহর রক্ষায় বড় ধরনের একটি স্থায়ী প্রকল্প সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। সেই প্রকল্প অনুমোদিত হলে নদীভাঙনের সমস্যা আর থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত