Ajker Patrika

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২৩
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  নিয়ে কর্মশালা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ইছারুল উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এ এইচ এম আহসান উল্ল্যাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মির্জা জাকির, শরীফ চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আলম পলাশ সহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত