ফরিদগঞ্জে বন্ধ মাদ্রাসার নামে ভুয়া রসিদে চলছে টাকা সংগ্রহ
থানায় অভিযোগকারী শাহীদা বেগম বলেন, `আমার ছেলেসহ বাকিদের পাঞ্জাবি, টুপি পরিয়ে রসিদ বই দিয়ে টাকা উঠানোর জন্য পাঠায় মাদ্রাসার হুজুররা। এখান থেকে একটি অংশ যারা টাকা উঠায় তাদের দেওয়া হয়, বাকি টাকা নুরে আলম ও মোবারকের পরিবার নিয়ে যায়।’