পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র ও সরঞ্জামসহ কারিগর আটক
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো।