পিরোজপুরের শুঁটকিপল্লিতে লাগেনি আধুনিকতার ছোঁয়া
পিরোজপুরের শুঁটকিপল্লি। এখানে উৎপাদন হয় সামুদ্রিক মাছের শুঁটকি। এ শুঁটকির কদর রয়েছে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায়। এমনকি এ শুঁটকি যাচ্ছে দেশের বাইরেও। তবে শুঁটকি উৎপাদন ও বিপণন ব্যবস্থায় এখনো ব্যবহার হচ্ছে না প্রযুক্তির।