Ajker Patrika

পিরোজপুরে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পিরোজপুর সদর উপজেলায় মো. শাহাদাৎ হোসেন নাঈম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র নাঈমের পরিবারের সদস্যরা।

নাঈম পিরোজপুর পৌরসভার বড় ভাইজোড়া গ্রামের মো. মিরাজ শেখের ছেলে এবং পার্শ্ববর্তী আশ্রাফুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ নাঈমের মা মোসা. তাছলিমা বেগম গতকাল শনিবার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

তাছলিমা জানান, গত ৬ জানুয়ারি বিকেলে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে একা বের হয় নাঈম। বাড়ি থেকে মাদ্রাসা দুই কিলোমিটার দূরে। তবে নাঈম মাদ্রাসায় পৌঁছায়নি জানতে পেরে বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোথাও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। 

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান মিলু জানান, পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাহাদাৎ হোসেন নাঈমকে খুঁজে বের করার চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত