এক ঘাটে ভাড়া দুই রকম
এক খেয়ায় পার হলে যাত্রীপ্রতি ১০ টাকা, আর মোটরসাইকেলপ্রতি ৫০ টাকা। একই ঘাটের আরেকটি খেয়ায় পার হতে যাত্রীপ্রতি ১৫ টাকা এবং মোটরসাইকেলপ্রতি ৭০-৮০ টাকা দিতে হয়। অতিরিক্ত ভাড়া দেওয়ার পাশাপাশি দুই খেয়ায় দিতে হয় দুই রকমের ভাড়া। মাত্র ২৫০ মিটার দীর্ঘ নদী পারাপারে যাত্রীদের এ ভোগান্তির শিকার হতে হয়।