‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’
যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে তারে সেখানে কোপামু।’ তবে ওই যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। ভিডিওতে আরও দেখা গেছে, সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত একজনকে পাঁচ-ছয়জন যুবক নির্মমভাবে পেটাচ্ছেন। সেখানে এক নারীকে আহাজারি করতে শোনা যায়।