পাহাড়ি ছড়া, তঞ্চঙ্গ্যাদের পাড়া পেরোতেই মিলবে অদ্ভুত সুন্দর এক ঝরনা
রাঙামাটির ঘাঘড়া-বরইছড়ি সড়কের বটতলী এলাকার পূর্ব পাশের একটি পাহাড়ি পথ ধরে কিলোমিটার তিনেক হাঁটবেন। এ সময় কয়েকটি ছড়া অতিক্রম করবেন। যাবেন পাগলী মুখপাড়া, পাগলী মধ্যমপাড়ার মাঝখান দিয়ে। সাজানো-গোছানো গ্রামগুলোয় বেশ কিছু তঞ্চঙ্গ্যা পরিবারের বসবাস। তার পরই চলে আসবেন পাগলী ওপরপাড়ার অদ্ভুত সুন্দর এক ঝরনার সা