রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের পাশ ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনেকে আবার নিরাপত্তার জন্য ছুটছেন আশ্রয়কেন্দ্রে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকায় সড়কের পাশ ধসে যাওয়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সৃষ্টি হয়েছে দুর্ভোগ। জেলার বরকল জুরাছড়ি বিলাইছড়ি উপজেলায় ৭২ ঘণ্টার অধিক সময় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মানুষ। তবে আশ্রয়কেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে অনেকের।
রাঙামাটি বেতারকেন্দ্রে আশ্রয় নেওয়া জাকের হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘আমাদের জোর করে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। পাউরুটি, কলা দিয়ে দায় ছাড়া হচ্ছে। এদিকে ঘরে ফেলা আসা গবাদিপশু চুরি হচ্ছে।’
এদিকে দুর্যোগ মোকাবিলায় শহরের ১৯টি সরকারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় যৌথ সমন্বয়ে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, ‘আমার ক্ষতি কমাতে সব প্রস্তুতি রেখেছি। যেন প্রাণহানি না হয় সেদিকে জোর দিচ্ছি।’
রাঙামাটি পুলিশ সুপার আবু মীর তৌহিদ বলেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কর্ণফুলী নদীর পাহাড়ি ঢলে পানির স্রোত বাড়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রামে ১২৭ জন মানুষ মারা যায়। এরপর থেকে প্রতি বছর পাহাড়ধসের ঘটনা ঘটছেই। সর্বশেষ ২০১৭ সালে পাহাড় ধসে ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের পাশ ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনেকে আবার নিরাপত্তার জন্য ছুটছেন আশ্রয়কেন্দ্রে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকায় সড়কের পাশ ধসে যাওয়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সৃষ্টি হয়েছে দুর্ভোগ। জেলার বরকল জুরাছড়ি বিলাইছড়ি উপজেলায় ৭২ ঘণ্টার অধিক সময় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মানুষ। তবে আশ্রয়কেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে অনেকের।
রাঙামাটি বেতারকেন্দ্রে আশ্রয় নেওয়া জাকের হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘আমাদের জোর করে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। পাউরুটি, কলা দিয়ে দায় ছাড়া হচ্ছে। এদিকে ঘরে ফেলা আসা গবাদিপশু চুরি হচ্ছে।’
এদিকে দুর্যোগ মোকাবিলায় শহরের ১৯টি সরকারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় যৌথ সমন্বয়ে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, ‘আমার ক্ষতি কমাতে সব প্রস্তুতি রেখেছি। যেন প্রাণহানি না হয় সেদিকে জোর দিচ্ছি।’
রাঙামাটি পুলিশ সুপার আবু মীর তৌহিদ বলেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কর্ণফুলী নদীর পাহাড়ি ঢলে পানির স্রোত বাড়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রামে ১২৭ জন মানুষ মারা যায়। এরপর থেকে প্রতি বছর পাহাড়ধসের ঘটনা ঘটছেই। সর্বশেষ ২০১৭ সালে পাহাড় ধসে ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে