নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে দণ্ডিত শিক্ষক আব্দুর রহিমের জামিন হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে প্রগতিশীল কয়েকটি নারী সংগঠন। আজ মঙ্গলবার নারী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।
যৌথ বিবৃতি স্বাক্ষর দেওয়া সংগঠন ও নেত্রীরা হলেন সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেতা লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনা আক্তার, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসবের মধ্য অনেক ঘটনা ধামাচাপা পড়ে। তবে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে।
গণরোষের মুখে প্রশাসন ধর্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ধর্ষণের দায়ে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ রায় উচ্চ আদালতের প্রতি পার্বত্যবাসীর মনে আস্থা ফিরিয়ে আনে। কিছুটা হলেও ন্যায়বিচার হয়েছে ধরে নিয়ে তারা স্বস্তি বোধ করে।
কিন্তু চলতি মাসে ধর্ষক আব্দুর রহিম মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে ধর্ষণের শিকার মেয়েকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিন দেওয়ার মাধ্যমে একদিকে উচ্চ আদালতকে বিতর্কিত করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত নারীর প্রতি চরম অবিচার, তাকে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
নেত্রীবৃন্দ অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমকে জালিয়াতি ও ভুয়া কাগজপত্র দেখিয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অপরাধে গ্রেপ্তার এবং জালিয়াতি আইনে বিচার ও সাজা প্রদানসহ পূর্বের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার দাবি জানান।
রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে দণ্ডিত শিক্ষক আব্দুর রহিমের জামিন হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে প্রগতিশীল কয়েকটি নারী সংগঠন। আজ মঙ্গলবার নারী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।
যৌথ বিবৃতি স্বাক্ষর দেওয়া সংগঠন ও নেত্রীরা হলেন সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেতা লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনা আক্তার, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসবের মধ্য অনেক ঘটনা ধামাচাপা পড়ে। তবে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে।
গণরোষের মুখে প্রশাসন ধর্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ধর্ষণের দায়ে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ রায় উচ্চ আদালতের প্রতি পার্বত্যবাসীর মনে আস্থা ফিরিয়ে আনে। কিছুটা হলেও ন্যায়বিচার হয়েছে ধরে নিয়ে তারা স্বস্তি বোধ করে।
কিন্তু চলতি মাসে ধর্ষক আব্দুর রহিম মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে ধর্ষণের শিকার মেয়েকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিন দেওয়ার মাধ্যমে একদিকে উচ্চ আদালতকে বিতর্কিত করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত নারীর প্রতি চরম অবিচার, তাকে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
নেত্রীবৃন্দ অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমকে জালিয়াতি ও ভুয়া কাগজপত্র দেখিয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অপরাধে গ্রেপ্তার এবং জালিয়াতি আইনে বিচার ও সাজা প্রদানসহ পূর্বের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার দাবি জানান।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩৬ মিনিট আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৭ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৮ ঘণ্টা আগে