বিক্রি কম, ভাড়ার টাকা উঠছে না ব্যবসায়ীদের
মেলায় একটি স্টল দিয়েছেন নারী উদ্যোক্তা শেফালী বেগম। বিক্রি কেমন চলছে জানতে চাইলে হিসাবের খাতা বের করে দেখালেন স্টলের কর্মী কনা খাতুন। দেখা গেল, ১৭ মার্চ মেলা শুরুর পর প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকার পণ্য বিক্রি হয়েছে। ২২ মার্চ কিছুই বিক্রি হয়নি। ওই তারিখে হিসাবের খাতায় একটি ‘স্যাড ইমোজি’ এঁকে রাখা হয়েছে