Ajker Patrika

স্বামীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০: ৫৬
স্বামীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী

রাজশাহীতে স্বামীকে মাদকের মামলায় ফাঁসাতে চেয়েছিলেন স্ত্রী। এ জন্য বাড়িতে রেখেছিলেন হেরোইন। তবে মাদকের মামলায় ফেঁসে গেছেন তিনি নিজেই। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনির বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার এই নারীর নাম নাসরিন বেগম (২২)। তাঁর স্বামীর নাম সোহেল রানা (৩০)। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোহেল-নাসরিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে সোহেলকে আটক করেছিলেন। পরে দুজনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, স্বামী সোহেল রানাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন স্ত্রী নাসরিন বেগম। তাই পুলিশ তাঁকেই গ্রেপ্তার করেছে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরেফিন জুয়েল জানান, নাসরিনের অনুমতি না নিয়ে তাঁর মামাতো বোনকে দ্বিতীয় বিয়ে করেছেন সোহেল। এতে ক্ষুব্ধ হন নাসরিন। আর তাই স্বামীকে ফাঁসাতে তিনি বাড়িতে ১০ গ্রাম হেরোইন রেখেছিলেন। কৌশলে ডিবি পুলিশকে বাড়িতে হেরোইন থাকার কথা জানানো হয়। ডিবির সদস্যরা হেরোইন উদ্ধার করে সোহেলকে আটক করেন। পরে স্থানীয় লোকজন, নাসরিন ও সোহেলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হয়। তাই নাসরিনকে গ্রেপ্তার করা হয়। আর ছেড়ে দেওয়া হয় সোহেলকে। 

উপকমিশনার আরও জানান, ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে নাসরিন নিজের অপরাধ স্বীকার করেছেন। পরে তাঁকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়। এ থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত