Ajker Patrika

এবার ‘রাজকীয় সড়কবাতি’

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ৫০
এবার ‘রাজকীয় সড়কবাতি’

রাজশাহী শহরের বিভিন্ন সড়কে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সড়কবাতি। গত বছর থেকে শহরের নতুন সড়কগুলোতে বসানো শুরু হয়েছে প্রজাপতির মতো ডানা মেলে থাকা সড়কবাতি। এগুলো ‘প্রজাপতি বাতি’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। এবার আরেকটি চমক নিয়ে এসেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। একটি সড়কে বসানো হচ্ছে ‘রাজকীয় সড়কবাতি’।

রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়কে বসছে দৃষ্টিনন্দন এসব আধুনিক বাতি। গত রোববার সকাল থেকে সড়কটিতে আধুনিক বাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ শুরু হয়। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে গার্ডেন লাইট। রোববার বিকেলে সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হয়েছে। সড়কটি উন্নীত হয়েছে চার লেনে। সড়কটি প্রশস্তকরণের পর এবার সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি। প্রতিটি খুঁটিতে থাকছে ১৩টি আধুনিক লাইট। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।

রোববার সড়কটিতে নতুন সড়কবাতি বসানোর পর থেকেই এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে এই বাতিগুলোকে ‘রাজকীয় সড়কবাতি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত