Ajker Patrika

রাজশাহীর পদ্মায় ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪: ১৫
রাজশাহীর পদ্মায় ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সেখানে মোট ছয়জন কিশোর নদীতে গোসল করতে নেমেছিল। চারজন উঠে এলেও দুজন পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। 

মৃত দুই শিক্ষার্থী হলো—বড়কুঠি এলাকার মো. সারিকের ছেলে মো. নীরব (১৫) এবং একই এলাকার মো. সায়েদের ছেলে মো. সায়ল (১৫)। সায়ল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলে এবং নীরব লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। 

ওসি মাজহারুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বড়কুঠি এলাকার ৬ জন কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজনকে ডাকে। কিছুক্ষণ পর স্থানীয়রা পদ্মা নদী থেকে নীরব ও সায়লকে উদ্ধার করে।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত