হারিয়ে যাচ্ছে লালমোহনের শতবর্ষী বটগাছ
ভোলা-চরফ্যাশন সড়কটিকে ১৮ ফুট থেকে ২৯ ফুট প্রশস্তকরণের করা হচ্ছে। এ জন্য সড়কের পাশে অনেক গাছ কাটা হচ্ছে। শতবর্ষী এ গাছটি কাটা না হলে রাস্তা বাঁকা করতে হবে, রাস্তা সরু করা যাবে না। এ ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।