দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজ জেলেরা হলেন, মো. এরশাদ (৩৫), মো. মমিন (২৫) ও মো. আকবর (৩৫)। তারা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে ট্রলারে থাকা তিন জেলে। তারা হলেন, সোহেল (২০), জামাল (৩৫), ইদ্রিস (৫০)। আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলারের মালিক আব্দুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে ট্রলারটি ৯ জন জেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ ওই লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ৬ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ পরিচালনা করেন।
এদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনেরা। এ বিষয়ে তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজ জেলেরা হলেন, মো. এরশাদ (৩৫), মো. মমিন (২৫) ও মো. আকবর (৩৫)। তারা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে ট্রলারে থাকা তিন জেলে। তারা হলেন, সোহেল (২০), জামাল (৩৫), ইদ্রিস (৫০)। আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলারের মালিক আব্দুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে ট্রলারটি ৯ জন জেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ ওই লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ৬ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ পরিচালনা করেন।
এদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনেরা। এ বিষয়ে তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার আসামি কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
১৩ মিনিট আগেরাঙামাটি রাজবন বিহারে মহা সংঘদান অনুষ্ঠান করেছে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা। আজ শুক্রবার সকাল ৯টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী ঢালায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩১)।
২৫ মিনিট আগেনওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে