Ajker Patrika

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫: ১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলার পর বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের আশঙ্কা এবং জ্বালানির সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটতে পারে—এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের মূল তেলবাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- দুটিই আজ দিনের শুরুতে এক লাফে চার শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ দামে পৌঁছেছে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও গ্রীনিচমান সময় রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্টের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলারে এবং ডব্লিউটিআই ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৭৫ দশমিক ৯৮ ডলার প্রতি ব্যারেল।

বিশ্বের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান এমইউএফজির অর্থনীতিবিদরা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, “এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে এবং এর ফলাফল কী হবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় তেলের দামে ব্যারেলপ্রতি ১০ ডলার পর্যন্ত বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।”

বিশ্বে তেল উৎপাদনে ইরানের অবস্থান নবম। দেশটি প্রতিদিন গড়ে ৩৩ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে। এর প্রায় অর্ধেক রফতানি করা হয়, আর বাকি অংশ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহার করা হয়।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের জোগান হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে সরবরাহ চেইনে বড় ধরণের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী—যেখানে বিশ্ব তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়—যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত