Ajker Patrika

৩৪ লাখ শেয়ার দুই সন্তানকে উপহার দেবেন রানার অটোমোবাইলের পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ৫৯
৩৪ লাখ শেয়ার দুই সন্তানকে উপহার দেবেন রানার অটোমোবাইলের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলের এক উদ্যোক্তা পরিচালক নিজের নামে থাকা প্রতিষ্ঠানটির ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার এক ছেলে ও এক মেয়েকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য। তাই নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ছেলেমেয়েকে শেয়ার উপহারের বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. মোজাম্মেল হোসেন তাঁর কাছে থাকা শেয়ারের মধ্যে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি শেয়ার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর মেয়ে নওশীন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজনই রানার অটোমোবাইলের সাধারণ শেয়ারহোল্ডার।

ডিএসই জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। উপহার হিসেবে দেওয়া এই শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে হাতবদল হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত