আসাদুজ্জামান নূর, ঢাকা
নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। রাজনৈতিক সংকটের শঙ্কায় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগ আটকে থাকা এবং বিভিন্ন গুজবে আস্থা সংকটে আরও প্রকট হয়েছে।
পুঁজিবাজারের লেনদেন নেমেছে তলানিতে। এ অবস্থায় বাজারে প্রাণ ফেরাতে উদ্যোগী হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কাজ করছে স্টক এক্সচেঞ্জও।
বিএসইসি, আইসিবি ও পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগামী মাসেই বিনিয়োগ ব্যবস্থাপনা সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি। সম্মেলনটি সমন্বয় করবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)। অন্যদিকে পুঁজিবাজারকে ‘সাপোর্ট’ দিতে তিন ধরনের কর্মপন্থার কথা জানিয়েছে আইসিবি।
পদক্ষেপ হিসেবে আগামী মাসে কক্সবাজারে সম্মেলন করতে যাচ্ছে বিএসইসি। সেখানে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, তহবিল ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টোডিয়ান এবং মিউচুয়াল ফান্ডের নিরীক্ষক, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডসংশ্লিষ্টরা অংশ নেবেন।
ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সম্মেলনটি আগামী ১৬ সেপ্টেম্বর কক্সবাজার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হবে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বহুমুখী চাপে আছে শেয়ারবাজার। তবে এত চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। মূল সমস্যা হলো ব্যাংকিং খাতে তারল্য সংকট। এরপর ডলারের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা ও সঞ্চয় কমে যাওয়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যু বাজারের জন্য অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে।’
জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুঁজিবাজারকে সাপোর্ট দেয় আইসিবি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তিন ধরনের পরিকল্পনা নিয়েছি। প্রথমত, কলমানি মার্কেট থেকে টাকা এনেও পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগারীদের স্বার্থে শেয়ার কিনে সাপোর্ট দেওয়া হচ্ছে।
দ্বিতীয়ত, আইসিবির কাছে থাকা শেয়ার ক্রেতা খুঁজে বের করে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করে সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনে সাপোর্ট দেওয়া হচ্ছে। তৃতীয়ত, স্বল্প সুদে সরকারে কাছে ৫ হাজার কোটি টাকার ফান্ড চাওয়া হয়েছে। মার্কেট সাপোর্টের জন্য সরকার এই টাকা দিলে বিনিয়োগ করা হবে।
স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ডিএসই চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাজারে যেন কোনো রকমের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে লক্ষ্যে প্রথমে মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি। পর্যায়ক্রমে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করব। সবাইকে যাতে বাজারে সক্রিয় রাখা যায় সেই চেষ্টা করব।’
গত বছরের জুলাইয়ের শেষে দ্বিতীয়বারের মতো শেয়ারের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। অর্থাৎ নির্ধারিত ফ্লোর প্রাইসের নিচে শেয়ারের দাম কমতে পারবে না। এরপর পুঁজিবাজারে একটা উত্থান দেখা দেয়। তবে তা ভারসাম্যপূর্ণ ছিল না। ওই বছরের ২০ সেপ্টেম্বর লেনদেন ৩ হাজার কোটি টাকা ছুঁইছুঁই হয়।
সে সময় ফ্লোর প্রাইস আশীর্বাদ মনে করা হলেও ধীরে ধীরে এর নেতিবাচক দিক সামনে আসতে থাকে। মৌলভিত্তির শেয়ারগুলো ফ্লোর প্রাইসে আটকে যায়। হাজার হাজার বিক্রেতা থাকলে ক্রেতাশূন্য হয়ে বাজারে লেনদেন কমতে থাকে। এমন লেনদেন খরা দেখা দেয় যে চলতি বছরের জানুয়ারির প্রথম তিন দিনই ২০০ কোটি টাকার কম লেনদেন হয়। এর মধ্যে ২ জানুয়ারি লেনদেন হয় কেবল ১৪৬ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকা।
পরে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে লেনদেনে কিছু গতি পেলেও আর সেই জায়গায় ফিরতে পারেনি। এক মাসের বেশি সময় ধরে লেনদেনে ভাটা। সদ্যবিদায়ী সপ্তাহে উত্থান হলেও তার আগে টানা চার সপ্তাহ পতন হয় পুঁজিবাজারে। আর সর্বশেষ ২৭ কর্মদিবস আগে ১৮ জুলাই ডিএসইতে লেনদেন হয় হাজার কোটি টাকার ঘরে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ফ্লোর প্রাইসের কারণে ফান্ড আটকে গেছে। লেনদেন হচ্ছে না। এখন রাজনৈতিক পরিস্থিত কোন দিকে যায়, তা মাথায় রেখে বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন।
এ ছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে খুব বেশি অর্থও নেই, যার প্রভাব রয়েছে পুঁজিবাজারে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নির্বাচন ইস্যুতে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তাতে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে, এই ধরনের চিন্তাভাবনা থাকতে পারে বিনিয়োগকারীদের মধ্যে।
নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। রাজনৈতিক সংকটের শঙ্কায় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগ আটকে থাকা এবং বিভিন্ন গুজবে আস্থা সংকটে আরও প্রকট হয়েছে।
পুঁজিবাজারের লেনদেন নেমেছে তলানিতে। এ অবস্থায় বাজারে প্রাণ ফেরাতে উদ্যোগী হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কাজ করছে স্টক এক্সচেঞ্জও।
বিএসইসি, আইসিবি ও পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগামী মাসেই বিনিয়োগ ব্যবস্থাপনা সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি। সম্মেলনটি সমন্বয় করবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)। অন্যদিকে পুঁজিবাজারকে ‘সাপোর্ট’ দিতে তিন ধরনের কর্মপন্থার কথা জানিয়েছে আইসিবি।
পদক্ষেপ হিসেবে আগামী মাসে কক্সবাজারে সম্মেলন করতে যাচ্ছে বিএসইসি। সেখানে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, তহবিল ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টোডিয়ান এবং মিউচুয়াল ফান্ডের নিরীক্ষক, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডসংশ্লিষ্টরা অংশ নেবেন।
ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সম্মেলনটি আগামী ১৬ সেপ্টেম্বর কক্সবাজার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হবে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বহুমুখী চাপে আছে শেয়ারবাজার। তবে এত চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। মূল সমস্যা হলো ব্যাংকিং খাতে তারল্য সংকট। এরপর ডলারের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা ও সঞ্চয় কমে যাওয়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যু বাজারের জন্য অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে।’
জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুঁজিবাজারকে সাপোর্ট দেয় আইসিবি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তিন ধরনের পরিকল্পনা নিয়েছি। প্রথমত, কলমানি মার্কেট থেকে টাকা এনেও পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগারীদের স্বার্থে শেয়ার কিনে সাপোর্ট দেওয়া হচ্ছে।
দ্বিতীয়ত, আইসিবির কাছে থাকা শেয়ার ক্রেতা খুঁজে বের করে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করে সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনে সাপোর্ট দেওয়া হচ্ছে। তৃতীয়ত, স্বল্প সুদে সরকারে কাছে ৫ হাজার কোটি টাকার ফান্ড চাওয়া হয়েছে। মার্কেট সাপোর্টের জন্য সরকার এই টাকা দিলে বিনিয়োগ করা হবে।
স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ডিএসই চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাজারে যেন কোনো রকমের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে লক্ষ্যে প্রথমে মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি। পর্যায়ক্রমে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করব। সবাইকে যাতে বাজারে সক্রিয় রাখা যায় সেই চেষ্টা করব।’
গত বছরের জুলাইয়ের শেষে দ্বিতীয়বারের মতো শেয়ারের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। অর্থাৎ নির্ধারিত ফ্লোর প্রাইসের নিচে শেয়ারের দাম কমতে পারবে না। এরপর পুঁজিবাজারে একটা উত্থান দেখা দেয়। তবে তা ভারসাম্যপূর্ণ ছিল না। ওই বছরের ২০ সেপ্টেম্বর লেনদেন ৩ হাজার কোটি টাকা ছুঁইছুঁই হয়।
সে সময় ফ্লোর প্রাইস আশীর্বাদ মনে করা হলেও ধীরে ধীরে এর নেতিবাচক দিক সামনে আসতে থাকে। মৌলভিত্তির শেয়ারগুলো ফ্লোর প্রাইসে আটকে যায়। হাজার হাজার বিক্রেতা থাকলে ক্রেতাশূন্য হয়ে বাজারে লেনদেন কমতে থাকে। এমন লেনদেন খরা দেখা দেয় যে চলতি বছরের জানুয়ারির প্রথম তিন দিনই ২০০ কোটি টাকার কম লেনদেন হয়। এর মধ্যে ২ জানুয়ারি লেনদেন হয় কেবল ১৪৬ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকা।
পরে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে লেনদেনে কিছু গতি পেলেও আর সেই জায়গায় ফিরতে পারেনি। এক মাসের বেশি সময় ধরে লেনদেনে ভাটা। সদ্যবিদায়ী সপ্তাহে উত্থান হলেও তার আগে টানা চার সপ্তাহ পতন হয় পুঁজিবাজারে। আর সর্বশেষ ২৭ কর্মদিবস আগে ১৮ জুলাই ডিএসইতে লেনদেন হয় হাজার কোটি টাকার ঘরে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ফ্লোর প্রাইসের কারণে ফান্ড আটকে গেছে। লেনদেন হচ্ছে না। এখন রাজনৈতিক পরিস্থিত কোন দিকে যায়, তা মাথায় রেখে বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন।
এ ছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে খুব বেশি অর্থও নেই, যার প্রভাব রয়েছে পুঁজিবাজারে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নির্বাচন ইস্যুতে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তাতে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে, এই ধরনের চিন্তাভাবনা থাকতে পারে বিনিয়োগকারীদের মধ্যে।
সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার আগামী ২০৩৪ সালের মধ্যে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশির ভাগ কৃষিভিত্তিক। হালাল
৯ ঘণ্টা আগেরপ্তানি করে না—এমন প্রতিষ্ঠান পাঁচটি শর্ত পূরণের মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকের কাছে পণ্য বা সেবা সরবরাহ করলে তা ‘প্রচ্ছন্ন রপ্তানি’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১০ ঘণ্টা আগেরিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
১৮ ঘণ্টা আগেচীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় ১৩০ শতাংশে পৌঁছাতে পারে। আগামী ১ নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে।
১৯ ঘণ্টা আগে