Ajker Patrika

সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১১: ৪৪
সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পঞ্চমবারের মতো গ্রাহকদের জন্য ফ্রি এসি ক্লিনিং সার্ভিস চালু করেছে। চলতি মার্চ মাসে ৩০ হাজারের বেশি নিবন্ধিত সিঙ্গার এসি ব্যবহারকারীকে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেবে প্রতিষ্ঠানটি। প্রতি বছর সিঙ্গার গ্রীষ্মের আগে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেয়।

২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গার বাংলাদেশ ওই নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। গ্রাহকদের চাহিদার কারণে নিবন্ধনের সময় ৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ৩০ হাজার সিঙ্গার এয়ারকন্ডিশনার ব্যবহারকারী যাঁরা সার্ভিসের জন্য নিবন্ধন করেছেন, তাঁদের ছাড়াও সিঙ্গার সারা বাংলাদেশে ২৪০টি মসজিদে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেবে। পূর্বনির্ধারিত ফ্রি এসি ক্লিনিং সার্ভিস ১২ মার্চ থেকে শুরু হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ বাড়িতে গ্রীষ্মকালে বিশেষ করে এয়ারকন্ডিশনার ব্যবহৃত হয়, তাই বছরের বেশ কিছু মাস এই এসিগুলো অব্যবহৃত থাকায় এসির ভেতরে ধুলো জমা হয়। আমরা বিশ্বাস করি, গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই প্রতিবছর আমরা গ্রাহকদের ইনডোর ইউনিটটি বিনা মূল্যে পরিষ্কার করার সার্ভিস দিয়ে থাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত