বিজ্ঞপ্তি
দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত পেশাগত সংগঠন অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), অন্যতম পুরোনো ও শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। এএএবি এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।
এএএবি একটি পেশাগত সংগঠন হিসেবে গত দুই দশকে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মতে, বিজ্ঞাপনশিল্প কেবল পণ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, এটি বাজার গবেষণা, কনজ্যুমার বিহেভিয়র অ্যানালাইসিস, কনটেন্ট ডেভেলপমেন্ট ও মিডিয়া স্ট্র্যাটেজি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পের সঙ্গে অসংখ্য প্রডাকশন হাউস, প্রিন্টিং প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং প্রযুক্তিভিত্তিক সাপোর্ট প্রতিষ্ঠান যুক্ত থাকে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন বাস্তবায়িত হয়। ফলে বিজ্ঞাপনশিল্প একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সম্প্রতি এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আলোচনায় এসেছে। এএএবি বিশ্বাস করে যে, বিষয়টি প্রশাসনিক ও আইনি প্রেক্ষাপটে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমাধানের পথে নিয়ে যাবে। তবে তারা বিশেষ অনুরোধ জানিয়েছেন যেন এ ধরনের পরিস্থিতি বিজ্ঞাপনশিল্পের সামগ্রিক গতিপথ ও কর্মসংস্থানের পরিবেশে স্থবিরতা সৃষ্টি না করে।
এএএবি মনে করে, যেহেতু বহু আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার ওপর নির্ভরশীল, তাই যেকোনো দীর্ঘমেয়াদি অচলাবস্থা দেশের অর্থনৈতিক ও সামগ্রিক ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা আশাবাদী যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের দূরদর্শিতায় এ ধরনের বিষয়গুলোর সুচিন্তিত ও সময়োপযোগী সমাধান বেরিয়ে আসবে।
বিজ্ঞাপনশিল্প সব সময়ই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে এসেছে। এএএবি এই শিল্পের সুস্থ বিকাশের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশা করছে।
দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত পেশাগত সংগঠন অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), অন্যতম পুরোনো ও শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। এএএবি এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।
এএএবি একটি পেশাগত সংগঠন হিসেবে গত দুই দশকে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মতে, বিজ্ঞাপনশিল্প কেবল পণ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, এটি বাজার গবেষণা, কনজ্যুমার বিহেভিয়র অ্যানালাইসিস, কনটেন্ট ডেভেলপমেন্ট ও মিডিয়া স্ট্র্যাটেজি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পের সঙ্গে অসংখ্য প্রডাকশন হাউস, প্রিন্টিং প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং প্রযুক্তিভিত্তিক সাপোর্ট প্রতিষ্ঠান যুক্ত থাকে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন বাস্তবায়িত হয়। ফলে বিজ্ঞাপনশিল্প একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সম্প্রতি এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আলোচনায় এসেছে। এএএবি বিশ্বাস করে যে, বিষয়টি প্রশাসনিক ও আইনি প্রেক্ষাপটে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমাধানের পথে নিয়ে যাবে। তবে তারা বিশেষ অনুরোধ জানিয়েছেন যেন এ ধরনের পরিস্থিতি বিজ্ঞাপনশিল্পের সামগ্রিক গতিপথ ও কর্মসংস্থানের পরিবেশে স্থবিরতা সৃষ্টি না করে।
এএএবি মনে করে, যেহেতু বহু আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার ওপর নির্ভরশীল, তাই যেকোনো দীর্ঘমেয়াদি অচলাবস্থা দেশের অর্থনৈতিক ও সামগ্রিক ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা আশাবাদী যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের দূরদর্শিতায় এ ধরনের বিষয়গুলোর সুচিন্তিত ও সময়োপযোগী সমাধান বেরিয়ে আসবে।
বিজ্ঞাপনশিল্প সব সময়ই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে এসেছে। এএএবি এই শিল্পের সুস্থ বিকাশের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশা করছে।
বাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
১ ঘণ্টা আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
৩ ঘণ্টা আগেহিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা পেতে যে দেশে পণ্য রপ্তানি করা হবে, কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে।
৪ ঘণ্টা আগেরপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে।
৪ ঘণ্টা আগে