আজকের পত্রিকা ডেস্ক
স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’০ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর ও নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।
নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরি করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতাকেন্দ্রিক জীবনবিমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধাও পাবেন এ বিমাসেবার আওতায়।
এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) দেওয়া হবে। পলিসির মেয়াদপূর্তিতে বা কভারেজবহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এ নতুন স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।’
MetLife Inc. (NYSE: MET)-এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানেন (MetLife) সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবাপ্রদানকারী কোম্পানি, যা তার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, অ্যানুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনাসেবা দেওয়ার মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র০, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: : www.metlife.com.bd
স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’০ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর ও নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।
নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরি করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতাকেন্দ্রিক জীবনবিমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধাও পাবেন এ বিমাসেবার আওতায়।
এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) দেওয়া হবে। পলিসির মেয়াদপূর্তিতে বা কভারেজবহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এ নতুন স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।’
MetLife Inc. (NYSE: MET)-এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানেন (MetLife) সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবাপ্রদানকারী কোম্পানি, যা তার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, অ্যানুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনাসেবা দেওয়ার মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র০, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: : www.metlife.com.bd
সরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
২০ মিনিট আগেদেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।
২৫ মিনিট আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা রুপির ব্যবহার বাড়াতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে বিদেশি ব্যাংকগুলোর জন্য ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার আগে আরবিআইয়ের অনুমতির আর প্রয়োজন হবে না। এ সিদ্ধান্তের ফলে রুপিভিত্তিক বাণিজ্য লেনদেন
৪ ঘণ্টা আগে