Ajker Patrika

কঠোরতম লকডাউনে দেড়টা পর্যন্ত চলবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোরতম লকডাউনে দেড়টা পর্যন্ত চলবে ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাল ভোর থেকে শুরু হচ্ছে ‘কঠোরতম’ লকডাউন। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এ সময়ে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন-ডিওএস থেকে কঠোরতম লকডাউনে ব্যাংক লেনদেন নিয়ে আলাদা নির্দেশনা জারি করা হয়।

সেখানে বলা হয়, ঈদের পর আগামী রোববার থেকে ৫ আগস্ট পর্যন্ত সময় সীমিত পরিসরে ব্যাংক লেনদেন হবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকের অন্যান্য কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রোববার থেকে কোন কোন শাখা খোলা থাকবে তা ঠিক করবে ব্যাংকগুলো। এ সময়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। প্রয়োজনীয় লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো কাজ করবে। বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের কার্যালয়ে যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রোববার থেকে কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক সেবা চালু রাখারও নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেয়। খোলা থাকে সব শাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত