Ajker Patrika

বার্জার পেইন্টস এবং এডিসন রিয়েল এস্টেটের সমঝোতা চুক্তিস্বাক্ষর

বার্জার পেইন্টস এবং এডিসন রিয়েল এস্টেটের সমঝোতা চুক্তিস্বাক্ষর

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন। 

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নওয়াজ এবং এডিসন গ্রুপের পরিচালক আহমেদ পাশা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির আওতায়, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড এর প্রকল্প সমূহে বার্জার পেইন্টস তাদের প্রযুক্তিগত এবং রং সংক্রান্ত যাবতীয় সমাধান প্রদান করবে এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকেরা বার্জার পেইন্টসের পণ্য এবং সেবাসমুহের বিশেষ সুবিধা উপভোগ করবেন। 

অনুষ্ঠানে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের এডিশনাল ডিরেক্টর কমার্শিয়াল মাসুদ আলম, হেড অফ মার্কেটিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স মোহাম্মদ তাইয়াবুর রহমান, এজিএম (সাপ্লাই চেইন) সুমন চন্দ্র মজুমদার এবং বার্জার পেইন্টস বাংলাদেশের হেড করপোরেট সেলস, প্রোলিংকস এবং এক্সপেরিয়েন্স জোন শাব্বীর আহমাদ; হেড করপোরেট সেলস-আসাদুর রহমান; এরিয়া ম্যানেজার–করপোরেট সেলস মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত