নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের দায় শোধে নিজস্ব মুদ্রা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে চীন। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে চীন। ডলার সংকট তীব্র হতে থাকলে বাংলাদেশও চীনা মুদ্রায় লেনদেন করতে পারে কি না—এ বিষয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
এই বাস্তবতায় এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে কথা বলেছে চীন। এরই ধারাবাহিকতায় চীন এবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রস্তাবটি দিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নিজেদের মুদ্রায় ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’
বৈঠকে এর বাইরে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।’
বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’
বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের দায় শোধে নিজস্ব মুদ্রা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে চীন। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে চীন। ডলার সংকট তীব্র হতে থাকলে বাংলাদেশও চীনা মুদ্রায় লেনদেন করতে পারে কি না—এ বিষয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
এই বাস্তবতায় এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে কথা বলেছে চীন। এরই ধারাবাহিকতায় চীন এবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রস্তাবটি দিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নিজেদের মুদ্রায় ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’
বৈঠকে এর বাইরে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।’
বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’
বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
১ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৮ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১১ ঘণ্টা আগে