নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।
ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।
পুঁজিবাজারে বিনিয়োগ করে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা করেছেন—এমন বিনিয়োগকারীদের খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর তথ্য যাচাইয়ের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত একটি চিঠি দেয় এনবিআর।
৯ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নতুন মাশুলের হার এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত শনিবার বন্দর মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত কর্মশালা শেষে এ কথা জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ‘কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা-সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ কর্মশালায় অংশ
১০ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জাহাজ কিনছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কিনতে সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির সঙ্গে চুক্তি করেছে বিএসসি। আধুনিক বাল্ক ক্যারিয়ার এই জাহাজ দুটির নাম হবে ‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্
১৩ ঘণ্টা আগেকার্ড হোল্ডারদের জন্য গ্রিনপিন সেবা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান।
১৫ ঘণ্টা আগে