Ajker Patrika

চড়া সুদহারে নড়বড়ে বিশ্ব অর্থনীতি: বিশ্বব্যাংক

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫: ৩৯
চড়া সুদহারে নড়বড়ে বিশ্ব অর্থনীতি: বিশ্বব্যাংক

চড়া সুদহারের মধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতি প্রবৃদ্ধি কমেছে। এর সঙ্গে উন্নয়নশীল অর্থনীতি ও উন্নত দেশগুলোর আর্থিক চাপে পড়ার ঝুঁকি ঘনীভূত হচ্ছে। 

এমন পরিস্থিতিতে এ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ১ শতাংশে নামবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। 

‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শিরোনামে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির সদ্য প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে। 

গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির হার কমে ২০২৩ সালে ২ দশমিক ১ শতাংশে নামবে। 

চীন ছাড়া উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধির হার আগের ৪ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে নামবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। 

এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।

আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় এ বছর কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্র্য কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত