আর্জেন্টিনার মুদ্রাস্ফীতির হার এই বছর ২৫০.৬ শতাংশে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এ পূর্বাভাস দিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, এর আগের পূর্বাভাসে বলা ১৫৭.১ শতাংশ মুদ্রাস্ফীতির চেয়েও এই হার অনেকটা বেশি।
প্যারিস-ভিত্তিক সংস্থা ওইসিডি ২০২৪ সালের জন্য আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচনের পূর্বাভাস দিয়েছে। লাতিন আমেরিকার দেশটির নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপক সংস্কার শুরু করেছেন।
গত বছরের ডিসেম্বরেই আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে ২১১ শতাংশ। সরকারি তথ্য মতে, ১৯৯০-এর দশকের পর থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে দেশটির মুদ্রাস্ফীতি। এর পেছনে নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর কৃচ্ছ্রসাধনের নীতিকে দায়ী করা হচ্ছে।
হাভিয়ের মিলেই গত ১০ ডিসেম্বর ক্ষমতা গ্রহণের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার কিছু কৌশল নেন। এতে দেশটির মুদ্রা পেসোর চরম অবমূল্যায়ন ঘটেছে। ফলে নতুন রেকর্ড করেছে মুদ্রাস্ফীতি।
আর্জেন্টিনার মাসিক মুদ্রাস্ফীতি গত ডিসেম্বরে ছুঁয়েছিল ২৫.৫ শতাংশ—যা পূর্বাভাসের চেয়ে সামান্য কম। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে দীর্ঘ মুদ্রাস্ফীতির দেশ বলা হয় ভেনেজুয়েলাকে। মুদ্রাস্ফীতির হার অনুযায়ী আর্জেন্টিনা এবার ভেনেজুয়েলাকেও ছাড়িয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই রাজনৈতিকভাবে বহিরাগত। তিনি ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে বক্তব্য দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছেন। এ কৌশল তাকে নির্বাচনে বিজয়ী করেছে। এখন মুদ্রাস্ফীতি ও ব্যাপক রাজস্ব ঘাটতি কমাতে ও সরকারের রিজার্ভ পুনর্গঠনের জন্য কঠোর নীতিমালা নিতে চাইছেন।
নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে তিনি দ্রব্যমূল্য কমানো, কেন্দ্রীয় ব্যাংক বিলোপ ও মার্কিন ডলারের ওপর নির্ভর থেকে বেরিয়ে আর্জেন্টিনার মুদ্রা পেসোকে প্রতিস্থাপনের কথা বলেছেন।
মুদ্রা ব্যবস্থায় স্বায়ত্তশাসন ছিল আর্জেন্টিনার মতো দেশের জন্য নিঃসন্দেহে একটি বড় ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। কারণ, এর ফলে আর্থিক বিষয়াদির ওপর সরকারের নিয়ন্ত্রণ বহুলাংশে কমে যাবে এবং মিলেই মূলত এ নিয়েই কাজ করার কথা জানিয়েছিলেন। আগের সরকার যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জনগণ মনে করেছিল, মিলেইয়ের এই উদ্যোগ অন্তত ভুল ব্যবস্থাপনার চেয়ে ভালো ফলাফল বয়ে আনবে।
বিশেষজ্ঞরা জানান, উচ্চ মুদ্রাস্ফীতি আর্জেন্টিনার অর্থনীতিকে বছরের পর বছর ধরে একই স্থানে আটকে রেখেছে। ১৯৯০-এর দশকের শুরুতে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে, যা এখন সর্বোচ্চ স্তরে রয়েছে। দেশটিতে দ্রুত বেড়ে যাচ্ছে খাদ্যের দাম।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জনগণকে সতর্ক করেছেন হাভিয়ের মিলেই। তিনি বলেছেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে। অনেক আর্জেন্টাইন তাদের ব্যয় কমিয়ে দিয়েছেন। দেশটির দুই-পঞ্চমাংশ মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
আর্জেন্টিনার মুদ্রাস্ফীতির হার এই বছর ২৫০.৬ শতাংশে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এ পূর্বাভাস দিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, এর আগের পূর্বাভাসে বলা ১৫৭.১ শতাংশ মুদ্রাস্ফীতির চেয়েও এই হার অনেকটা বেশি।
প্যারিস-ভিত্তিক সংস্থা ওইসিডি ২০২৪ সালের জন্য আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচনের পূর্বাভাস দিয়েছে। লাতিন আমেরিকার দেশটির নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপক সংস্কার শুরু করেছেন।
গত বছরের ডিসেম্বরেই আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে ২১১ শতাংশ। সরকারি তথ্য মতে, ১৯৯০-এর দশকের পর থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে দেশটির মুদ্রাস্ফীতি। এর পেছনে নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর কৃচ্ছ্রসাধনের নীতিকে দায়ী করা হচ্ছে।
হাভিয়ের মিলেই গত ১০ ডিসেম্বর ক্ষমতা গ্রহণের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার কিছু কৌশল নেন। এতে দেশটির মুদ্রা পেসোর চরম অবমূল্যায়ন ঘটেছে। ফলে নতুন রেকর্ড করেছে মুদ্রাস্ফীতি।
আর্জেন্টিনার মাসিক মুদ্রাস্ফীতি গত ডিসেম্বরে ছুঁয়েছিল ২৫.৫ শতাংশ—যা পূর্বাভাসের চেয়ে সামান্য কম। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে দীর্ঘ মুদ্রাস্ফীতির দেশ বলা হয় ভেনেজুয়েলাকে। মুদ্রাস্ফীতির হার অনুযায়ী আর্জেন্টিনা এবার ভেনেজুয়েলাকেও ছাড়িয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই রাজনৈতিকভাবে বহিরাগত। তিনি ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে বক্তব্য দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছেন। এ কৌশল তাকে নির্বাচনে বিজয়ী করেছে। এখন মুদ্রাস্ফীতি ও ব্যাপক রাজস্ব ঘাটতি কমাতে ও সরকারের রিজার্ভ পুনর্গঠনের জন্য কঠোর নীতিমালা নিতে চাইছেন।
নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে তিনি দ্রব্যমূল্য কমানো, কেন্দ্রীয় ব্যাংক বিলোপ ও মার্কিন ডলারের ওপর নির্ভর থেকে বেরিয়ে আর্জেন্টিনার মুদ্রা পেসোকে প্রতিস্থাপনের কথা বলেছেন।
মুদ্রা ব্যবস্থায় স্বায়ত্তশাসন ছিল আর্জেন্টিনার মতো দেশের জন্য নিঃসন্দেহে একটি বড় ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। কারণ, এর ফলে আর্থিক বিষয়াদির ওপর সরকারের নিয়ন্ত্রণ বহুলাংশে কমে যাবে এবং মিলেই মূলত এ নিয়েই কাজ করার কথা জানিয়েছিলেন। আগের সরকার যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জনগণ মনে করেছিল, মিলেইয়ের এই উদ্যোগ অন্তত ভুল ব্যবস্থাপনার চেয়ে ভালো ফলাফল বয়ে আনবে।
বিশেষজ্ঞরা জানান, উচ্চ মুদ্রাস্ফীতি আর্জেন্টিনার অর্থনীতিকে বছরের পর বছর ধরে একই স্থানে আটকে রেখেছে। ১৯৯০-এর দশকের শুরুতে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে, যা এখন সর্বোচ্চ স্তরে রয়েছে। দেশটিতে দ্রুত বেড়ে যাচ্ছে খাদ্যের দাম।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জনগণকে সতর্ক করেছেন হাভিয়ের মিলেই। তিনি বলেছেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে। অনেক আর্জেন্টাইন তাদের ব্যয় কমিয়ে দিয়েছেন। দেশটির দুই-পঞ্চমাংশ মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা বিশাল, কিন্তু দেশ এখনো তা কাজে লাগাতে পারছে না। বর্তমানে আর্থিক খাতের মোট লেনদেনের ২৭-২৮ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বাকিটা প্রথাগত ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার ঘাটতি, গ্রাহকের আস্থার সংকট, দুর্বল অবকাঠামো, সমন্বয়ের অভাব আর সাইবার...
৪ ঘণ্টা আগেবন্ড সুবিধার অপব্যবহারের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা কনটেইনারপ্রতি ঘুষ নিয়ে প্রাপ্যতার বাইরে বিপুল কাপড় খালাস দিয়েছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
৪ ঘণ্টা আগেবাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
৫ ঘণ্টা আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
৭ ঘণ্টা আগে