Ajker Patrika

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফিনল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৪, ২১: ২২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফিনল্যান্ড

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। আগামী অক্টোবরে সে দেশের বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা। আজ বুধবার সচিবালয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই আগ্রহের কথা জানান তিনি। 

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘ সময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এক ধাপ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও তাদের ব্যবসার আগ্রহ আছে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান তিনি। 

এ সাক্ষাতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রপ্তানিপণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, এ জন্য রপ্তানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ানভুক্ত দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। ভবিষ্যতে বিশ্বের কূটনীতি হতে যাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে। 

এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত