Ajker Patrika

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

  • জুলাই-ডিসেম্বরে এডিপি বাস্তবায়ন মাত্র ১৭.৫৪ শতাংশ।
  • আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭.৯৭ শতাংশ।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮: ৪৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আইএমইডির হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে এডিপির মূল আকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। জুলাই-ডিসেম্বর সময়ে ব্যয় হয়েছে ৪১ হাজার ৮৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ১৭ দশমিক ৫৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে খরচের পরিমাণ ছিল ৫০ হাজার ২ কোটি টাকা। শতাংশের হিসাবে ছিল ১৭ দশমিক ৯৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা বা ২২ দশমিক ৪৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬০ হাজার ২৪৮ কোটি টাকা বা ২৩ দশমিক ৫৩ শতাংশ। আর ২০২১-২২ অর্থবছরে খরচ হয়েছিল ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা বা ২৪ দশমিক ০৬ শতাংশ। এর আগে, ২০১৬-১৭ সালে ৩৩ হাজার ৫৫৪ কোটি টাকা।

প্রতিবেদনের তথ্যে দেখা যায়, শুধু ডিসেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

অর্থবছরের ৬ মাসে সরকারি বরাদ্দ থেকে খরচ হয়েছে ২৩ হাজার ৫৯৯ কোটি টাকা। বরাদ্দ ছিল ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। বিদেশি ঋণ খাত থেকে ব্যয় হয়েছে ১৫ হাজার ৯৮১ কোটি টাকা। এডিপিতে এ খাতে মোট বরাদ্দ রয়েছে ৮৬ হাজার কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হয়েছে ২ হাজার ২৯৭ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৬ মাসে সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে খাদ্য মন্ত্রণালয়, তাদের বাস্তবায়ন হার ১৪৫ দশমিক ১৭ শতাংশ। সবচেয়ে কম বাস্তবায়নের রেকর্ড গড়েছে সংসদবিষয়ক সচিবালয়। তারা ১ শতাংশও খরচ করতে পারেনি। এ ছাড়া আইএমইডি বাস্তবায়ন করেছে ৭৪ দশমিক ৪৭ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়ন হার ৫১ দশমিক ৪১ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ৪৮ দশমিক ৭৯ শতাংশ, স্থানীয় সরকার বিভাগের ৩০ দশমিক ৬৫ শতাংশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণায়ের ৩১ দশমিক ১০ শতাংশ।

টাকার অঙ্কে প্রথম ৬ মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৯৮১ কোটি টাকা খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। এরপর সর্বোচ্চ ৪ হাজার ২১৬ কোটি টাকা খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৪ হাজার ২১ কোটি টাকা খরচ করেছে বিদ্যুৎ বিভাগ। ৩ হাজার ৮৩১ কোটি টাকা ব্যয় করেছে সড়ক ও মহাসড়ক বিভাগ। পানিসম্পদ মন্ত্রণালয় খরচ করেছে ২ হাজার ৫৫২ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা খরচ করছে ১ হাজার ৪৩ কোটি টাকা। মাত্র ১১২ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ আর ৪৫৬ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এডিপি বাস্তবায়নের বেহাল দশা নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সবচেয়ে কম। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত