আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।
তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা।
এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।
তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা।
এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৬ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৬ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৬ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৪ ঘণ্টা আগে