Ajker Patrika

পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করতে আগ্রহী ডেনমার্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২১: ১৪
পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করতে আগ্রহী ডেনমার্ক

পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি ও জ্বালানি—দক্ষ প্রযুক্তিগুলোর একীভূতকরণে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক। 

আজ রোববার বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থাটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। 

বিজিএমইএ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র বাণিজ্য উপদেষ্টা সাদিয়া তৌফিক সাদী এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান।

সাক্ষাৎকালে তাঁরা প্রধানত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারের পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য শিল্পের অগ্রাধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 

বৈঠকে বিশেষ করে পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি, চক্রাকার অর্থনীতি এবং জ্বালানি-দক্ষ প্রযুক্তি একীভূতকরণসহ প্রভৃতি ক্ষেত্রে ডেনমার্ক ও বাংলাদেশ কীভাবে একসঙ্গে আরও কাজ করতে পারে, সেই সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। 

বৈঠকে আসন্ন ইইউ ডিউ ডিলিজেন্সের জন্য বাংলাদেশি পোশাক এবং টেক্সটাইল কোম্পানিগুলোর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। 

বৈঠকে ফারুক হাসান বলেন, ‘এই রূপকল্পের মূলে রয়েছে টেকসই ব্যবসার ওপর গুরুত্ব দিয়ে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, দক্ষতার ঘাটতি পূরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে পোশাকশিল্পের অবস্থান আরও উন্নত করা নিয়ে আলোচনা হয়।’ 

ফারুক হাসান শীর্ষস্থানীয় ডেনিশ ফ্যাশন ইনস্টিটিউটগুলোর মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের পণ্য ও ডিজাইনের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার ব্যাপারে ডেনমার্কের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত